janatar kalam

দুই দিন ব্যপী জেলা স্তরের কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠানের উদ্বোধন হলো মঙ্গলবার 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কিশোরীদের মনন চিত্ত বিকাশের লক্ষ্যে মঙ্গলবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কিশোরী উৎকর্ষ মঞ্চ অনুষ্ঠান। এ দিনের অনুষ্ঠানের অনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় তাছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য গণমান্য ব্যক্তিরা। এ দিনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমকে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় জানান কিশোরীদের মনন চিত্ত বিকাশের জন্য এই কিশোরী উৎকর্ষ মঞ্চ ব্যাপকভাবে সহযোগিতা প্রদান করে যাতে করে তাদের মধ্যে শিক্ষা সংস্কৃতিক ও অন্যান্য বিষয়ে যে মেধা রয়েছে তার বিকাশ ঘটে।

আজ পশ্চিম জেলাভিত্তিক এই কর্মসূচী অনুষ্ঠিত হচ্ছে যেখানে পশ্চিম জেলার সমস্ত কিশোরীরা অংশগ্রহণ করবেন এবং এখানেই থাকবেন যার মধ্য দিয়ে এরা পরস্পরের সাথে পরস্পরের চিন্তা ভাবনা আদান-প্রদান করবেন, এতে এরা অনুপ্রাণিত হয়ে নিজেদের আরো আপডেট করতে সক্ষম হবে। পশ্চিম জেলা ভিত্তিক এই অনুষ্ঠানের মধ্য দিয়ে কয়েকজনকে বাছাই করে রাজ্য স্তরে পাঠানো হবে ও সেখানে তারা নিজেদের মেধা তুলে ধরবে এবং সেখান থেকেও বাছাই হয়ে জাতীয়স্তরে এরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। এদিনের অনুষ্ঠানে পশ্চিম জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কিশোরীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version