জনতার কলম ওয়েবডেস্ক :- ভারত ও জাপানের অংশীদারিত্ব ইন্দো-প্যাসিফিক অঞ্চলে কৌশলগত স্থিতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে—এমন মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর। আজ রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ৮ম ভারত-জাপান ইন্দো-প্যাসিফিক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গত কয়েক দশকে দুই দেশের সম্পর্ক গভীরতর হয়েছে এবং বর্তমান সময়ে এর গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারত-জাপান অংশীদারিত্বের মূল লক্ষ্য হওয়া উচিত পারস্পরিক শক্তিকে কাজে লাগানো, সরবরাহ শৃঙ্খলকে আরও দৃঢ় করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ, পরিচ্ছন্ন জ্বালানি ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে যৌথ বিনিয়োগ বাড়ানো।
ড. জয়শঙ্কর বলেন, “দুই গণতান্ত্রিক ও সামুদ্রিক দেশ হিসেবে ভারত ও জাপানের ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি বৃহত্তর দায়িত্ব রয়েছে। ইন্দো-প্যাসিফিক ওশান ইনিশিয়েটিভ এই সহযোগিতাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মধ্যে ফোনালাপ হয়েছে, যা দুই দেশের পারস্পরিক অগ্রাধিকার ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
এছাড়া, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইস্ট এশিয়া সামিটের সময় জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগির সঙ্গে বৈঠকে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সিদ্ধান্ত নেন, খুব শিগগিরই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত পর্যালোচনার আয়োজন করা হবে, যাতে অংশীদারিত্ব আরও শক্তিশালী করা যায়।

