জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাষ্ট্রের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী পঙ্কজা গোপীনাথ মুন্ডে আজ বিকেলে দু’দিনের সফরে রাজ্যে আসেন। সফরের শুরুতে তিনি লিচুবাগানস্থিত ব্যাম্বো অ্যান্ড কেইন ডেভেলপমেন্ট ইন্সটিটিউটের (বিসিডিআই) ব্যাম্বো পাঠশালা ও নার্সারি ঘুরে দেখেন। পরে তিনি সেখানেই বাঁশ দিয়ে অলঙ্কার তৈরির এক প্রশিক্ষণ তথা উৎপাদন কর্মসূচির সূচনা করেন।
তাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা শিল্পীগণ অংশগ্রহণ করেন। পরিবেশমন্ত্রী পঙ্কজা মুন্ডে সে সময় তাদের সাথে মতবিনিময় করেন এবং তাদের অভিজ্ঞতা সম্পর্কে অবহিত হন। পরিদর্শনকালে তার সাথে ছিলেন মহারাষ্ট্র সরকারের প্রধান সচিব ভিনিতা সিংহল, ত্রিপুরা ব্যাম্বো মিশনের অধিকর্তা মহম্মদ সাজ্জাদ পি, বিসিডিআই-এর ইনচার্জ অভিনব কান্ত প্রমুখ।
পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে মহারাষ্ট্রের পরিবেশমন্ত্রী পঙ্কজা মুন্ডে বলেন, বর্তমান সময়ে বাঁশজাতীয় সামগ্রী পরিকাঠামো নির্মাণে পরিবর্তিত সামগ্রী হিসেবে ব্যবহার করা সম্ভব। যা হবে খুবই পরিবেশবান্ধব। এরফলে কর্মসংস্থান সৃষ্টির ব্যাপক সুযোগও রয়েছে। তিনি বলেন, বাঁশচাষের পদ্ধতি, উপকারিতা এবং উপযোগিতা সম্পর্কে আরও বিশদভাবে জানার জন্য তিনি দু’দিনের ত্রিপুরা রাজ্য সফরে এসেছেন।
আগামীদিনে মহারাষ্ট্রে ব্যাম্বো মিশন চালু করারও আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এক্ষেত্রে মহারাষ্ট্র সরকারের সাথে ত্রিপুরা সরকারের মউ স্বাক্ষরের সম্ভাবনার কথাও সাংবাদিকদের বলেন তিনি। পরে বিসিডিআই-এর কনফারেন্স হলে ব্যাম্বো ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ইনক্লুডিং প্রোপাগেশন অ্যান্ড প্ল্যান্টেশন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে টিআরপিসি, ত্রিপুরা ব্যাম্বো মিশন, স্ক্যাট ফর্ম, ইজিডিসি, হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় মহারাষ্ট্রের পরিবেশমন্ত্রী বোধজংনগরস্থিত জি-কিউ ব্যাম্বো ফ্যাক্টরিটিও পরিদর্শন করেন।