জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- তেলিয়ামুড়ায় গত দুইদিনের বর্ষণে কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় কৃষকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শাকসজি ও অন্যান্য মৌসুমি ফসল ডুবে যাওয়ায় কৃষকদের মাথায় হাত। নিম্নাঞ্চলের জনি সম্পূর্ণভাবে জলাবন্ধ হয়ে পড়েছে, যার ফলে কৃষিকাজ দীর্ঘস্থায়ীভাবে ব্যাহত হতে পারে।
তেলিয়ামুড়ার কাছাকাছি খোয়াই নদীর জলস্তর ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রশাসন সতর্কতামূলক ব্যাবস্থা গ্রহণ করেছে। চাকমাঘাট ব্যারেজের দুইটি গেইট উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যাতে অতিরিক্ত জল বের হয়ে যেতে পারে। স্থানীয় মহকুমা প্রশাসন নদীর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, যাতে বড় কোনো বিপর্যয় এড়ানো যায়।
এদিকে কৃষক’রা এই পরিস্থিতিতে ক্ষতিপূরণ ও সরকারি সহযোগিতার দাবি জানাচ্ছেন। তবে বৃষ্টি যদি অব্যাহত থাকে, তবে জলাবদ্ধতার সমস্যা আরও তীর হাতে পারে, তাই কৃষক ও নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের সচেতন থাকতে বলা হয়েছে।