জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-বর্তমানে রাজ্যে ২ হাজার প্রতিরক্ষা বাহিনীর জওয়ান রয়েছে যাদের থেকে দীর্ঘদিন কোন নিয়োগ হচ্ছে না। আজ এডি নগর মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়ামে অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবসের উদযাপনে অংশগ্রহণ করে এমনটাই তথ্য তুলে ধরলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । তিনি আরো বলেন, রাজ্যের প্রতিরক্ষা বাহিনী গুলিকে সাজিয়ে তোলার জন্য সচেষ্ট রয়েছে সরকার ।
সরকার চাইছে প্রতিটি ক্ষেত্রে যাতে প্রতিরক্ষা বাহিনীর জওয়ানরা দক্ষতার পরিচয় দেয় । ইতিমধ্যেই রাজ্য সরকার ইমারজেন্সি পরিষেবা গুলির জন্য প্রতিটি জেলায় ডিএমদেরকে নোডাল অফিসার হিসেবে নিয়োগ করেছে। এছাড়াও সরকার গৃহরক্ষী বাহিনীর জওয়ানদের জন্য অন্যান্য বিভিন্ন আনুষঙ্গিক পরিষেবাও চালু করেছে । বর্তমানে রাজ্যের প্রায় ২ হাজার জওয়ান রয়েছে যাদের মধ্য থেকে দীর্ঘদিন কোন নিয়োগ নীতি নেই ।বিষয়টি রাজ্য সরকারের গোচরে রয়েছে।
সরকার শীঘ্রই তাদের নিয়োগের ব্যাপারে চিন্তা ভাবনা করছে ।এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা জানান , বর্তমানে হোমগার্ড কর্মীদের ১৯ হাজার ১৪০ টাকা ভাতা হিসেবে দেওয়া হচ্ছে । তাছাড়া পেনশনের টাকা বৃদ্ধি করে মাসিক ১৯০০ টাকা থেকে আড়াই হাজার টাকা করা হয়েছে । এছাড়াও প্রতিবছর ৩ হাজার ২৯৫ টাকা ড্রেস বাবত দেওয়া হচ্ছে ।
তাছাড়াও প্রতিবছর প্রতিরক্ষা বাহিনীর ওয়েলফেয়ার ফান্ডের মাধ্যমে তাদের আর্থিক সুবিধা দেওয়ার কথা ভাবা হচ্ছে ।এদিন প্রতিরক্ষা বাহিনীর জওয়ানদের কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা । পাশাপাশি বাহিনীর জওয়ানদের মধ্যে বিশেষ দক্ষতার জন্য তাদেরকে পুরস্কৃত করেছেন । এছাড়াও কুচকাওয়াজ ও প্যারেড শোতে অংশগ্রহণকারী জওয়ানদের পুরস্কৃত করেছেন ।