জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুদ্ধিকরণের নামে দীপাশ্রী দাস নামে এক নাবালিকা কন্যাকে সাব্রুমের কলা ছড়া এলাকায় নিয়ে গিয়ে অত্যাচার করা হয় । অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় দীপাশ্রী দাস ।এই ঘটনা নিয়ে মহিলা কমিশনের কোন ভূমিকা না দেখতে পেয়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি বিক্ষোভ প্রদর্শন করেছে মহিলা কমিশন অফিসের সামনে । নারী নেত্রীরার অভিযোগ জনৈক্ আর এস এস নেতা ও প্রথম সারির এক বিজেপি নেতার বাড়িতে শুদ্ধিকরণের নামে ওই নাবালিকা কন্যাটিকে আত্মহত্যা করতে বাধ্য করেছে । এই দিনের বিক্ষোভে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন , নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত , ঝর্ণা দাস পাল বৈদ্য প্রমূখ ।