জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আকাশ প্রদীপের দীপশিখায় পুরে ছাই এক বসত বাড়ি। ঘটনা দীপাবলীর রাতে রাজধানীর মাস্টার পাড়া এলাকায়। রাত এগারোটা নাগাদ সবেমাত্র ছোট্ট শিশু পুত্রকে নিয়ে ঘুমিয়ে ছিলেন মাস্টারপারা এলাকার বিশাল দেব এবং শিপ্রা দেব। হঠাৎ আগুনের লেলিহান শিখা গোটা বসত ঘরটি গ্রাস করে ফেলে ।স্থানীয়দের চিৎকার চেঁচামেচি শুনে ঘুম থেকে উঠে বরাত জোরে শিশু পুত্রকে নিয়ে বাইরে বেরিয়ে আসতে পেরেছেন দম্পতি । তিনজনের অক্ষত প্রাণ ছাড়া আর কিছুই বাঁচেনি ঘরে। খবর পেয়ে দমকল দমকল কর্মীরা ছুটে এসে আগুন আয়তে আনেন ।নতুবা আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী বাড়ি ঘরও গ্রাস করতে পারতো। এদিন বাড়ির মালিক বিশাল দেব জানান, ঘরের চালে একটি শুকনো নারকেল গাছের ডাল পড়া ছিল ।ওই শুকনো ডালে আকাশ প্রদীপের আগুন এসে পড়ে এবং তা থেকে গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১২ লক্ষ টাকা হবে বলে জানান তিনি।