Site icon janatar kalam

দিল্লি দেশের সবচেয়ে বেশি সংখ্যক বৈদ্যুতিক বাসের শহর : অরবিন্দ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৪০০টি ই-বাস সংযোজন করে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন ” আর এই ৪০০টি বাসের সাথে, দিল্লি দেশের সবচেয়ে বেশি সংখ্যক বৈদ্যুতিক বাসের শহর হয়ে উঠেছে৷ এই বছরের শেষ নাগাদ, আমরা আশা করি যে সেখানে থাকবে ১৯০০টি ইলেকট্রিক বা,১৯০০ টি বাস দিয়ে আমরা ১.০৭ লক্ষ টন কার্বন ডাই অক্সাইড বাঁচাতে পারব।2025 সালের মধ্যে দিল্লিতে মোট ১০৪৮০টি বাস থাকবে যার মধ্যে ৮২৮০ টি বাস ইলেকট্রিক হবে যা ৮০% ৯২১টিতে বাসগুলিতে কেন্দ্রীয় সরকার আমাদের ভর্তুকি দিচ্ছে, প্রতিটি বাসে আমরা ৪৫ লক্ষ টাকা ভর্তুকি পাচ্ছি। মোট ৯২১টি বাসে আমরা ৪১৭ কোটি টাকা ভর্তুকি পাব”।

 

 

Exit mobile version