জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় যাত্রী দুর্ভোগ চরমে। জানা যায় দিল্লি থেকে আগরতলা আসা ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ায় যোগেন্দ্রনগর স্টেশন সংলগ্ন খয়েরপুর দাসপাড়া এলাকায় আটকে পড়ে যার ফলে ব্যাপক সমস্যার সম্মুখীন হন দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা। এদিন সংবাদমাধ্যমকে এক যাত্রী জানান তিনি গোহাটি থেকে আগরতলা আসছিলেন কিন্তু ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সকাল সাড়ে ছয়টা থেকে আটকে রয়েছে এই ট্রেনটি।