জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে পরাজিত করেছে ভারত। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া। পঞ্চম দিনের প্রথম সেশনে ১২১ রানের সহজ লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে ভারতীয় দল।
ভারতের ওপেনার কে.এল. রাহুল অপরাজিত ৫৮ রান করেন, অন্যদিকে তরুণ ব্যাটার সাই সুদর্শন যোগ করেন ৩৯ রান। এর আগে প্রথম ইনিংসে ভারত ৫১৮ রানের বিশাল সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ২৪৮ রানে গুটিয়ে দেয়। ফলো-অন নেওয়ার পর ক্যারিবিয়ান দল দ্বিতীয় ইনিংসে জন ক্যাম্পবেল ও শাই হোপের সেঞ্চুরিতে ৩৯০ রান তুলতে সক্ষম হয়। তবে তারা ভারতের সামনে রেখে যায় মাত্র ১২১ রানের লক্ষ্য, যা সহজেই অর্জন করে জয় ছিনিয়ে নেয় স্বাগতিকরা।
এই জয়ের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা ১০ম টেস্ট সিরিজ জিতল ভারত। পাশাপাশি, নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে দেশের মাটিতে দুর্দান্ত সূচনা করল টিম ইন্ডিয়া।