জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির ঐতিহাসিক লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল জাতীয় রাজধানী। শনিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নাম্বার ১-এর কাছে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ঘটে ভয়াবহ বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে যায় গাড়িটি, ক্ষতিগ্রস্ত হয় পাশের আরও তিনটি যানবাহন। ঘটনায় এখন পর্যন্ত আটজনের মৃত্যু নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
ঘটনার পরপরই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের রাস্তার লাইট পোস্ট ভেঙে যায়, দোকানের কাঁচও চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।
দিল্লি দমকল বিভাগ সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায়। সাতটি দমকলের ইঞ্জিন টানা কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল, ফরেনসিক দল ও শীর্ষ কর্মকর্তারা। প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও তদন্তকারীরা অনুমান করছেন গ্যাস সিলিন্ডার বা গাড়ির ব্যাটারি বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। তবে সন্ত্রাসযোগের দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
আহতদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয়েছে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে।
ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছেন স্পেশাল সেলের উপ-পুলিশ কমিশনার স্বয়ং।
ঘটনার পরই দিল্লি-এনসিআর জুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। উত্তর প্রদেশ পুলিশের সমস্ত জেলায় নির্দেশ দেওয়া হয়েছে যানবাহন তল্লাশি জোরদার করার জন্য। সংবেদনশীল এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
রাজধানীর এই ভয়াবহ বিস্ফোরণ নতুন করে নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে প্রশ্ন তুলেছে প্রশাসনের শীর্ষ মহলে।

