Site icon janatar kalam

দিল্লির লালকেল্লা কাণ্ডে জড়িত সন্দেহে ইসলামপুরের ছাত্র নুর আলমকে আটক

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় সাম্প্রতিক বিস্ফোরণ ঘটনার তদন্তে নেমে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থেকে নুর আলম নামে এক যুবককে আটক করেছে। গতকাল সন্ধ্যায় এই অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নুর আলম উত্তর দিনাজপুরেরই বাসিন্দা এবং বর্তমানে ফরিদাবাদের আল–ফলাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পুলিশ সূত্রে খবর, তিনি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে জেলা সদরের কাছে এক গ্রামে এসেছিলেন। সেই সময়েই এনআইএ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

দিল্লির এই বিস্ফোরণকাণ্ডে একাধিক সূত্র যাচাই করছে তদন্তকারী সংস্থা, এবং নুর আলমকে আটক করা সেই তদন্তেরই অংশ বলে জানিয়েছে পুলিশ।

Exit mobile version