Site icon janatar kalam

দিল্লির ব্যবসায়ীদের বড়ো স্বস্তি, দীপাবলির আগে রেকর্ড পরিমাণে জিএসটি ফেরত দিল সরকার

জনতার কলম ওয়েবডেস্ক :- দীপাবলির আগে রাজধানীর ব্যবসায়ীদের মুখে হাসি ফুটিয়েছে দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, চলতি অর্থবর্ষ ২০২৫-২৬ সালে সরকার এখন পর্যন্ত ৬৯৪ কোটি টাকা জিএসটি রিফান্ড জারি করেছে—যা এক রেকর্ড। তিনি বলেন, ছোট থেকে বড়ো—সব ব্যবসায়ী যাতে নির্ধারিত সময়ের মধ্যে জিএসটি ফেরত পান, তার জন্য সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।

মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘Ease of Doing Business’ ভাবনা থেকে অনুপ্রাণিত হয়ে দিল্লি সরকার ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছে। রাজধানীর বড়ো বড়ো বাজারের পুনর্বিকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানে দিল্লি ব্যবসায়ী কল্যাণ বোর্ড গঠন করা হয়েছে। রেখা গুপ্তা বলেন, “ব্যবসায়ীদের সুবিধা হলে তবেই উন্নত দিল্লির স্বপ্ন পূরণ হবে।”

তিনি জানান, আগের সরকারগুলির সময়ে জিএসটি রিফান্ড প্রক্রিয়া অবহেলিত থাকায় বহু রিফান্ড আবেদন ঝুলে ছিল। কিন্তু বর্তমান সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে আইআইটি হায়দরাবাদের সহযোগিতায় একটি উন্নত আইটি মডিউল তৈরি করেছে। এই মডিউলটি ডেটা অ্যানালিটিক্স, অটোমেশন এবং দ্রুত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে রিফান্ডের আবেদন দ্রুত নিষ্পত্তি করছে।

সরকারের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবর্ষে এপ্রিল থেকে এখন পর্যন্ত ৭,৩৭৫টি রিফান্ড আবেদন নিষ্পত্তি করা হয়েছে, যার মাধ্যমে ৬৯৪ কোটি টাকা ব্যবসায়ীদের অ্যাকাউন্টে জমা হয়েছে। শুধু সেপ্টেম্বর মাসেই ২২৭ কোটি টাকার রিফান্ড দেওয়া হয়েছে, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ মাসিক রেকর্ড।

মুখ্যমন্ত্রী জিএসটি বিভাগ ও কর কর্মকর্তাদের প্রশংসা করে বলেন, সময়মতো রিফান্ড দেওয়ায় ব্যবসায়িক আস্থার পরিবেশ তৈরি হচ্ছে এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগগুলি (এমএসএমই) নতুন উদ্যমে কাজ করতে পারছে। তিনি নির্দেশ দেন, দীপাবলির আগে যেন সব নির্ভরযোগ্য রিফান্ড আবেদন দ্রুত নিষ্পত্তি করা হয়।

রেখা গুপ্তা আরও বলেন, “সময়মতো রিফান্ড পেলে ব্যবসায়ীদের পুঁজির প্রবাহ বাড়বে, আইনি জটিলতা কমবে এবং দিল্লির অর্থনীতি আরও গতিশীল হবে।” তিনি আশ্বাস দেন, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার ক্রমাগত নিয়ম সহজ করছে এবং অপ্রয়োজনীয় বাধা দূর করছে।

 

শিরোনাম প্রস্তাব:

1. দীপাবলির আগে দিল্লির ব্যবসায়ীদের স্বস্তি, রেকর্ড জিএসটি রিফান্ড জারি

 

2. মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার ঘোষণা: ৬৯৪ কোটি টাকার জিএসটি রিফান্ডে নতুন মাইলফলক

 

3. ‘Ease of Doing Business’-এর পথে দিল্লি, দ্রুত রিফান্ডে খুশি ব্যবসায়ীরা

 

4. দীপাবলির উপহার: দিল্লি সরকারের হাতে ব্যবসায়ীদের পুঁজির জোগান

Exit mobile version