Site icon janatar kalam

দাবা বিশ্বকাপে ইতিহাসের পাতায় নতুন অধ্যায় রচনা করলেন দিব্যা দেশমুখ

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন পেল ভারত। দাবা বিশ্বকাপে ইতিহাসের পাতায় নতুন করে একটি অধ্যায় রচনা করলেন দিব্যা দেশমুখ। সোমবার শেষ পর্যন্ত কিস্তিমাত করলেন ১১ বছরের তরুণী দিয়া। টাইব্রেকারে তিনি হারালেন কোনেল হাম্পিকে। দ্বিতীয় র্যাপিড গেম জিতে দানায় বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন দিব্যা।

সোমবার এফআইডিই মহিলা বিশ্বকাপ ফাইনালের টাইব্রেকারে ২.৫-১.৫ স্কোরে ভরাতীয় সতীর্থ জেনের হাম্পিকে হারিয়েছেন দিব্যা। এর ফলে দাবায় প্রথম মহিলা বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত। এর আসে দু’টি ক্লাসিক্যাল গেম ড্র হওয়ার পর ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। প্রথম র্যারপিড গেমে সাদা ছুটি নিয়ে খেলেন দিব্যা। দিব্যা এক্স হাম্পি দু’জনেই আগ্রাসী মনোভাব নিয়ে ফেলছিলেন। কিন্তু কেউই জেতার মতো জায়গায় না থাকায় ড্র-এর সিদ্ধান্ত নেন দু’জনেই।দ্বিতীয় র্যা পিড গেমে কালো ছুটি নিয়ে খেলেন দিব্যা দেশমুখ।

এই গেমে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠেন দিব্যা। চাল দিতে কম সময় নিচ্ছিলেন তিনি। হাম্পি নিচ্ছিলেন বেশি বেশি সময়। ৮ মিনিট এগিয়ে ছিলেন দিব্যা। যদিও শেষমেশ চাপের মুখে নতি স্বীকার করেন ৩৮ বছরের কোনেরু হাম্পি। ৩৪ চালের পর হাম্পিকে কিস্তিমাত করেন দিব্যা। প্রথমবার দানা বিশ্বকাপ জিতে আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি দিব্যা। আনন্দে কেঁদে ফেলেন তিনি। দিব্যা দেশমুখের বর্তমান রেটিং পয়েন্ট ২৪৬৩। তাঁর সর্বোচ্চ রেটিং ২৫০১। গত বছরের অক্টোবরে এই পয়েন্ট অর্জন করেছিলেন তিনি।

২০২১ সালে ভারতের ২১তম মহিলা গ্ল্যান্ডমাস্টার হয়েছিলেন দিব্যা। ২০২২ সালের মহিলা ভারতীয় দাবা চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। ওই বছরেই দানা অলিম্পিয়াডে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। এর আগে ২০২০ সালের ফিডে অনলহিন অলিম্পিয়াতে ভারতের স্বর্ণপদক ভয়ে গুরুত্বপূর্ণ ভুমিক্স নিয়েছিলেন দিব্যা। এবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে দেশের মুখ উজ্জ্বল করলেন দিব্যা দেশমুখ।

Exit mobile version