Site icon janatar kalam

দশটি স্কুল কে ক্রীড়া সামগ্রী প্রদান করল ওবিসি কর্পোরেশন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের ৮ জেলার দশটি বিদ্যালয় কে ক্রীড়া সামগ্রি বিতরণ করল ত্রিপুরা ওবিসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা সহ ওবিসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তাগণ।

রাজ্যের ৮ জেলায় সবচেয়ে বেশি সংখ্যক ওবিসি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রী রয়েছে এমন দশটি স্কুলের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করল ত্রিপুরা ওবিসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। এই উপলক্ষে রাজধানীর লেক চৌমুহনীস্থিত এস টি, এস সি ,ওবিসি কর্পোরেশনের বিল্ডিংয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্তনা চাকমা।

এছাড়াও কর্পোরেশনের আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রি তুলে দেওয়া হয় ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, ত্রিপুরা ওবিসি কো-অপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের পরিসর ক্ষুদ্র হলেও কাজ অনেক বেশি।

রাজ্যের ওবিসি সম্প্রদায়কে কি করে আরো বেশি সাহায্য করা যায় ,এই লক্ষ্যে কাজ করে চলছে এই কর্পোরেশন। মন্ত্রী আরো জানান , দপ্তর এবং কর্পোরেশন ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করছে, মহিলাদের ব্যবসায় এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষা ঋণ প্রদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের সাহায্য করে চলছে।এই লক্ষ্যকে সামনে রেখে দপ্তর কাজ করে চলছে বলে জানান তিনি।

এদিন রাজ্যের ৮ জেলার যে ১০টি স্কুলকে প্রদান করা ক্রীড়া সামগ্রীগুলির মধ্যে রয়েছে দুটি ক্রিকেট ব্যাট ,ছটি ক্রিকেট বল ,ছয়টি স্ট্যাম্প, একটি ভলিবল নেট ,দুটি ভলিবল ,দুটি করে ফুটবল ,দুটি চাইনিজ চেকার এবং দুটি করে দাবার বোর্ড।

Exit mobile version