Site icon janatar kalam

দল ঘোষণা ভারতের এশিয়া কাপের জন্য 

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন এশিয়ান গেমসের চূড়ান্ত দলে রাখা হল তিন সিনিয়র ফুটবলারকেই। গেমসের জন্য ভারতের ঘোষিত দল: গুরপ্রীত সিং সান্ধু, গুরমিত সিং, ধীরাজ সিং, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, নরেন্দর গেহলট, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, রোশন সিং, আশিস রাই, জ্যাকসন সিং, সুরেশ সিং, আপুইয়া রালতে, অমরজিত্‍ সিং কিয়াম, রাহুল কেপি, নাওরেম মহেশ সিং, শিবা শক্তি নারায়ণ, রহিম আলি, অনিকেত যাদব, বিক্রম প্রতাপ সিং, রোহিত দানু ও সুনীল ছেত্রী।

Exit mobile version