Site icon janatar kalam

দলীয় সদস্যতা অভিযানে দুদিনের রাজ্য সফরে এলেন ত্রিপুরা বিজেপি প্রদেশ প্রভারি রাজদ্বিপ রায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দলীয় সদস্যতা অভিযানে দেশের মধ্যে ত্রিপুরা বিশেষ জায়গা অর্জন করেছে। লক্ষ্যমাত্র ১০ লাখ সদস্যপদ সংগ্রহ করা। ইতি মধ্যে সাড়ে আট লাখ সদস্য পদ সংগ্রহ হয়ে গেছে। দুই লাখের মতো অফ লাইনে সদস্য সংগ্রহের জন্য আবেদন জমা পড়েছে। এর মধ্যে দেড় লাখ আপডেট হয়ে গেছে।

ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রভারি নিযুক্তি হওয়ার পরে পঞ্চমবারের ত্রিপুরা সফরে এসে একথা বললেন রাজদ্বিপ রায়। বুধবার দুপুরে বিমানে তিনি মহারাজা বির বিক্রম বিমানবন্দরে আসেন। এমবিবি বিমানবন্দরে প্রদেশ বিজেপি প্রভারি রাজদ্বীপ রায়কে স্বাগত জানান প্রদেশ বিজেপির মিডিয়া ইনচার্জ সুনিত সরকার, সমীর ঘোষ।

বিমানবন্দরে সাংবাদিকদেড় মুখোমুখি হয়ে বিজেপির প্রদেশ প্রভারি বলেন, সদস্যপদের লক্ষ্যমাত্রা অতিক্রম হয়ে গেছে। সদস্যতা অভিযান প্রায় ৯৫ শতাংশ হয়ে গেছে। সদস্যতা অভিযান ১৫ নভেম্বর পর্যন্ত চলবে। ত্রিপুরায় বিজেপির কার্যকর্তাদের পুরো টিম কাজ করছে। আগামী দিনেও জারি থাকবে বলে উনার আশা।

 

 

Exit mobile version