Site icon janatar kalam

দক্ষিণ দমদম পৌরসভার নিয়োগ কেলেঙ্কারিতে ED’র অভিযান, ৪৫ লাখ টাকা জব্দ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) পশ্চিমবঙ্গের দক্ষিণ দমদম পৌরসভার নিয়োগ কেলেঙ্কারির তদন্তের অংশ হিসেবে শুক্রবার কলকাতা ও আশেপাশের ১৩টি স্থানে তল্লাশি চালিয়ে ৪৫ লাখ টাকা অজানা নগদ, প্রমাণমূলক নথি এবং ডিজিটাল ডিভাইস জব্দ করেছে।

ED-এর কলকাতা জোনাল অফিসের কর্মকর্তােরা মন্ত্রীর বাসভবন ও অফিস (সল্টলেক), নগরবাজার এলাকার কাউন্সিলরের বাড়ি এবং পৌরসভার প্রাক্তন কর্মকর্তাদের বাড়িতে অভিযান চালান। ED-এর বার্তায় বলা হয়েছে, “তল্লাশির সময় বিভিন্ন প্রমাণমূলক নথি, সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র, ডিজিটাল ডিভাইস এবং ৪৫ লাখ টাকার অজানা নগদ জব্দ করা হয়েছে।”

পশ্চিমবঙ্গের অগ্নি সুরক্ষা মন্ত্রী সুজিত বোস এই অভিযানের প্রেক্ষিতে অভিযোগ করেছেন, “বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সংস্থা রাজনৈতিকভাবে আমাকে লক্ষ্যবস্তু করছে। এ ধরনের অভিযান নতুন কিছু নয়। আমার সম্পত্তিতে আগেও অভিযান হয়েছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। নির্বাচনের আগে চাপ সৃষ্টি করাই মূল উদ্দেশ্য।”

মন্ত্রী আরও বলেন, “আমার সততার প্রমাণ শেষ পর্যন্ত দেবে জনগণ, কোনো সংস্থা নয়। তদন্ত সংস্থা তাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করব। মানুষ সব জানে এবং তারা আমাকে আমার সততা সনদ দেবেন।”

উল্লেখ্য, জানুয়ারি ২০২৪-এ একই কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগে ED মন্ত্রীর কয়েকটি সম্পত্তিতে তল্লাশি চালিয়ে নথি ও মোবাইল ফোন জব্দ করেছিল। তখন মন্ত্রী হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি প্রমাণ হয় যে তিনি জনগণের কাছ থেকে কোনো টাকা গ্রহণ করেছেন, তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে পদত্যাগপত্র পাঠাবেন।

 

Exit mobile version