Site icon janatar kalam

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর প্রথমবারের মতো পশ্চিম জেলা শাসকের পৌরহিত্যে জিলা পরিষদের বৈঠক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনের পর সোমবার প্রথম পশ্চিম জিলা পরিষদের বৈঠক হয়। এদিন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বৈঠক হয় পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার, জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, সহকারী সভাধিপতি সহ পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সকল সদস্য সদস্যারা।

পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ বিশাল কুমার জানান পঞ্চায়েত নির্বাচনের পর এই প্রথম পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের বৈঠক হয়েছে। এই বৈঠকে জেলা পরিষদের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সভাপতি, সহসভাপতি ঠিক করা হয়। এই কমিটি গুলি আগামি ৫ বছর সংশ্লিষ্ট ক্ষেত্রে যে কাজ হবে সেই কাজ গুলি সঠিক ভাবে হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে বলে জানান জেলা শাসক।

 

 

 

Exit mobile version