জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-এডিনগর পঞ্চায়েতরাজ প্রশিক্ষণ কেন্দ্রটিকে স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টার হিসেবে ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পিপলস প্ল্যান ক্যাম্পেইনের উপর রাজ্যস্তরের কর্মশালায় এই ঘোষণা দেন তিনি।প্রতিবছর পিপলস প্ল্যান ক্যাম্পেইনের মাধ্যমে পঞ্চায়েতের সব স্তরের বার্ষিক পরিকল্পনা প্রস্তুত করা হয়। রাজ্যেও এই কর্মসূচী নেয় পঞ্চায়েত দপ্তর।
প্রতিবারের মতো এবারো পঞ্চায়েত দপ্তরের তরফে রাজ্য স্তরের ক্যাম্পেইনের সূচনা করা হয়। বৃহস্পতিবার রাজধানীর এ ডি নগর পঞ্চায়েতরাজ প্রশিক্ষণ কেন্দ্রের স্বরাজ ভবনে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার উপস্থিতিতে এর সূচনা হয়। এদিনের কর্মশালায় রাজ্যের বিভিন্ন জায়গায় থেকে জন প্রতিনিধি ও কর্মচারীরা অংশ নেয়। কর্মশালায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আহ্বান রাখেন বাস্তব মুখী পরিকল্পনা গ্রহণের মাধ্যমে গ্রামীণ এলাকার উন্নয়নকে আরও ত্বরান্বিত করার জন্য।
তিনি বিগত কয়েক বছরে রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার সফলতা গুলি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী সকল স্তরের জন প্রতিনিধি ও কর্মচারীদের কাছে আহ্বান রাখেন আরও সুচারু ভাবে কাজ করে আগামী দিনে ত্রিপুরার পঞ্চায়েত ব্যবস্থাকে ভারত বর্ষে ত্রিপুরাকে রোল মডেল হিসেবে তুলে ধরার। মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী যে লক্ষ্য সবকা সাথ সবকা বিশ্বাস সেভাবেই কাজ করতে হবে আমাদের।
এদিনের কর্মশালায় পুরষ্কার দেওয়া হয় পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইনডেক্স, ই-অফিস বাস্তবায়ন, স্মার্ট পঞ্চায়েত অফিস বিভাগে যেসব জেলা ব্লক পঞ্চায়েত গুলি ভালো কাজ করেছে তাদের। কর্মশালায় উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ডাঃ সন্দীপ আর রাঠোর, দপ্তরের অধিকর্তা প্রসুন দে, সব জেলার জিলা সভাধি পতি, পঞ্চায়েত সমিতির ও ব্লক উপদেষ্টা কমিটি গুলির চেয়ারপার্সন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার সহ সংশ্লিষ্ট আধিকারিকরা।