Site icon janatar kalam

ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শনে মহারাষ্ট্রের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাষ্ট্রের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী পঙ্কজা গোপীনাথ মুন্ডে আজ সকালে উদয়পুরের মাতাবাড়িতে ত্রিপুরেশ্বরী মন্দির পরিদর্শন করেন। মন্দির পরিদর্শনের সময় শ্রীমতি মুন্ডের সাথে মহারাষ্ট্র সরকারের প্রধান সচিব ভিনিতা সিংহল ও ত্রিপুরা ব্যাম্বো মিশনের অধিকর্তা মহম্মদ সাজ্জাদ পি উপস্থিত ছিলেন।

মাতাবাড়িতে মহারাষ্ট্রের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী পঙ্কজা গোপীনাথ মুন্ডেকে স্বাগত জানান গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক বিনয়ভূষণ দাস। মন্দির পরিদর্শনের সময় শ্রীমতি মুন্ডে মন্দিরে পুজো দেন।

Exit mobile version