ত্রিপুরা হাইকোর্ট দিবস উদযাপন অনুষ্ঠানে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সন্ধ্যায় ত্রিপুরা হাইকোর্ট প্রাঙ্গণে ১২তম ত্রিপুরা হাইকোর্ট দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহাও উপস্থিত ছিলেন। এছাড়া ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এ কে সিং, বিচারপতি টি অমরনাথ গৌড়, বিচারপতি অরিন্দম লোধ, বিচারপতি সব্যসাচী দত্ত পুরকায়স্থ, বিচারপতি বিশ্বজিৎ পালিত, ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী, ত্রিপুরা হাইকোর্টের বার কাউন্সিলের চেয়ারম্যান রতন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। হাইকোর্ট দিবস উদযাপন উপলক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।