Site icon janatar kalam

ত্রিপুরা রাজ্যে সাম্প্রদায়িক হিংসা ঠিক নয়, কিন্তু বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশ মানা যায় না : প্রদ্যুত 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সম্প্রতি রানীরবাজারে ঘটে যায় অনভিপ্রেত ঘটনা। ভাঙ্গা হয় কালী ও মহাদেবের মূর্তির মাথা। এই ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি সংখ্যা লঘুর বাড়িতে ভাংচুর করা হয়। এই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন সাম্প্রদায়িক সংঘর্ষের পিছনে রাজনৈতিক হাত রয়েছে।

তবে ত্রিপুরা রাজ্যে সাম্প্রদায়িক হিংসা ঠিক নয়। কারন ত্রিপুরা রাজ্য একটা উন্নত রাজ্য। বিভিন্ন ধর্মের মানুষ ভারতে বসবাস করে। যারা কালী মূর্তির মাথা ভেঙ্গেছে তাদের গ্রেপ্তার করা প্রয়োজন। মানুষের বাড়ি ঘর ভাঙ্গা ঠিক নয়। পাকিস্তান ও বাংলাদেশের মতো ভারতের ভুমিকা হওয়া উচিত নয়।

পাশাপাশি এদিন তিনি আরো বলেন, রাজ্যে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত হয়েছে। রাজ্যের বিভিন্ন সিমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করছে বাংলাদেশী নাগরিকরা। এই নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন বাংলাদেশীদের রাজ্যে অনুপ্রবেশ মেনে নেওয়া যায় না। বাংলাদেশ সমস্যার মধ্যে রয়েছে। কিন্তু বাংলাদেশী নাগরিকদের ভারতে অনুপ্রবেশ মানা যায় না। ভারত সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

 

 

 

Exit mobile version