janatar kalam

ত্রিপুরা রাজ্যের যুবক জিতলেন এশিয়া বুক অফ রেকর্ডের সম্মান 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চোখের পলক না ফেলে টানা ৪ থেকে ৫ ঘণ্টা সূর্যের দিকে তাকিয়ে তাক লাগিয়ে দিলেন রাজ্যের যুবক গোপাল দাস। জিতলেন এসিয়া বুক অফ রেকর্ডের সম্মান। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু বিশেষ গুণাবলী অর্থাৎ ক্ষমতা থাকে। শুধু সেটা বুজতে ও চিনতে হয়। গোপাল দাস ছোট বয়সেই বুঝেছিলেন উনার চোখে এক অদ্ভুত ক্ষমতা রয়েছে।

সাধারণত সূর্যের রশ্মির দিকে সরাসরি তাকানো সহজ বিষয় নয়। আর সেটা যদি অপলক ভাবে ৪ থেকে ৫ ঘণ্টা হয় তাহলেতো সেটা সুপার পাওয়ার এর সমান। এমনি একজন গোপাল দাস। যার মধ্যে রয়েছে এই সুপার পাওয়ার। দীর্ঘ অধ্যাবসায়, যুগ ব্যয়াম এবং মেডিটেশন করে নিজেকে তৈরি করেছেন তিনি।

শুধু সঠিক সময় এবং স্থান খুঁজছিলেন। এই বছর মহা কুম্ভে প্রয়াগরাজে গিয়ে আবেদন করেন। উনার মতে প্রয়াগরাজে ধ্যান, সঠিক উপস্থাপনই এ রেকর্ড করতে সাহাজ্য করেছে। এশিয়া বুক না হলে, বিশ্বরেকর্ড হবে না। যেহেতু বিষয়টি একেবারেই স্পর্শকাতর। বর্তমানে তিনি ওয়ার্ল্ড রেকর্ড এর জন্য তৈরি হচ্ছেন। 

 

 

 

Exit mobile version