জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যসভায় রাজ্যের একমাত্র আসনে বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য-র জয় নিশ্চিত। তিনি মোট ৪৭ টি ভোট পাবেন। ত্রিপুরার একমাত্র রাজ্যসভার শূন্য আসনের উপ-নির্বাচনের ভোট নেওয়া হয় মঙ্গলবার। উপভোটে দ্বিমুখী লড়াই হয়। বিজেপির প্রার্থী হয়েছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। আর প্রধান বিরোধী দল সিপিএম-র প্রার্থী প্রাক্তন বিধায়ক সুধন দাস।
এদিন সকালে বিধানসভার লবিতে হয় ভোট গ্রহণ। সকাল ৯ টা শুরু হওয়া ভোট চলে বিকেল ৪ টা পর্যন্ত। এদিন ভোট গ্রহণ শুরু হওয়ার পর মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী, রতন লাল নাথ সহ শাসক জোটের বিধায়ক- মন্ত্রীরা ভোট দান করেন।
ভোট দিয়েছেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী সহ অন্যরা। এদিন ভোট দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত সকলে জানে। কিন্তু সিপিআইএম জয় পরাজয়ের জন্য ভোটে লড়াই করছে না। বিজেপির নীতির বিরুদ্ধে সিপিএম-র লড়াই জারি রয়েছে। তবে রাজ্যসভার নির্বাচনে কংগ্রেস ভোট বয়কট করেছে, সেটা সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত।
তিনি এদিন আরো বলেন, রাহুল গান্ধী ডাক দিয়েছেন দেশে গনতন্ত্র পুনরুদ্ধার করতে বিজেপিকে উৎখাত করতে হবে। কিন্তু অন্যদিকে ত্রিপুরা রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস ভোট বয়কট করেছে। তিনি বলেন কংগ্রেসের সাথে সিপিআইএমের রাজনৈতিক জোট কখনো হয় নি। কংগ্রেসের সাথে সিপিআইএম শুধু আসন সমঝোতা করেছে বলে জানান তিনি। এদিন মন্ত্রী- বিধায়কদের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় ভোট গ্রহণ পর্বে।