জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা আমতলী থানা এলাকায় কালী মন্দিরে চুরির ঘটনায় অভিযুক্ত আটক। জানা যায় গত ২৮শে অক্টোবর গভীর রাতে আগরতলার আমতলী ইউনিভার্সিটি সংলগ্ন কালী মন্দিরে চুরি ঘটনা সংগঠিত হয় ৷ এতে মন্দির থেকে ১০ লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায় চোর৷ সেই চুর দীর্ঘদিন ধরেই পুলিশের নাগালের বাইরে ছিল। শত চেষ্টার ফলেও জালে তুলতে ব্যর্থ হচ্ছিলো আমতলী থানার পুলিশ৷কিন্তু কথায় আছে “চুরের গৃহস্থীর ১০ দিন আর মালিকের ১ দিন” সেই কথার যেন মিল খুঁজে পাওয়া গেলো , তাই অবশেষে উত্তর জেলার ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়লো সেই চুর , জানা গিয়েছে ধর্মনগর আইএসবিটি সংলগ্ন এলাকা থেকে সেই চোর নজরুল ইসলামকে পাকারাও করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ ৷ ধর্মনগর থানার পুলিশ ধৃতকে আমতলী থানার ১৪৫ নম্বর মামলায় আটক করেছে ৷ এবিষয়ে বিস্তারিত জানান ধর্মনগর থানার এসআই প্রীতিময় চাকমা ৷