Site icon janatar kalam

ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে ভোটার ৫০০ জন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে এবার জোরদার লড়াই হবে সংবিধান বাঁচাও মঞ্চ ও আইনজীবী উন্নয়ন মঞ্চের মধ্যে। নির্বাচনকে সামনে রেখে দুই সংগঠনই প্রচার চালিয়ে যাচ্ছে। উভয়ই নিজেদের জয় নিয়ে আশাবাদী। সোমবার বারের আইনজীবীদের মধ্যে প্রচার চালান সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীরা। এই মঞ্চের সভাপতি পদ প্রার্থী মৃণাল কান্তি বিশ্বাস প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দাবি করেন প্রচারে ভালো সাড়া পাচ্ছেন।

বিগত দিনের কাজের নিরিখে আইনজীবীদের কাছে ভোট চাইছেন। তিনি দাবি করেন সবকটি আসনে জয়ী হবে সংবিধান বাঁচাও মঞ্চ। বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস ভোট নিয়ে প্রতিক্রিয়ায় বলেন, নির্বাচন নিয়ে বারে খুব উৎসাহ। তিনি সংবিধান বাঁচাও প্যানেলের জয় নিশ্চিত বলে মনে করেন। ত্রিপুরা বার এসোসিয়েশনের ভোট ২৪ মার্চ। সেদিনই ভোট গ্রহণ। ভোটার রয়েছেন ৫০০ জন।

 

 

 

Exit mobile version