Site icon janatar kalam

ত্রিপুরা বনধ এর ডাক দিলো টিএসএফ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অনির্দিষ্টকালের জন্য ত্রিপুরা বনধ ডাক দিয়েছে টিএসএফ । টি এস এফ এর ডাকা বনধ পূর্ণ সমর্থন জানিয়েছে টিআইএসএফ । বর্তমানে উপজাতিদের সব কটি ছাত্র সংগঠন একই ছাতার নিচে দাঁড়িয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছে।

যতদিন না পর্যন্ত রাজ্য সরকার এই দাবি মানছে ততদিন পর্যন্ত ছাত্র সংগঠনগুলির এই আন্দোলন কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছে জনৈক ছাত্রনেতা । প্রসঙ্গত সম্প্রতি বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ছাত্র আন্দোলনের ইঙ্গিত দিয়েছিলেন । অনিমেষ দেববর্মা তখনই বলেছিলেন দাবি না মানলে রাজ্যে যদি কোন বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার ।

 

 

Exit mobile version