janatar kalam

ত্রিপুরা প্রদেশ বিজেপি সদর দপ্তরে পালিত হলো দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সারা দেশের সঙ্গে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। রবিবার পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যু দিনটি সমর্পণ দিবস হিসেবে উদযাপিত হয়েছে সারা রাজ্যে। রাজধানীতে মূল অনুষ্ঠানটি হয় বিজেপি সদর দপ্তরে।

যেখানে পন্ডিত জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্য বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য ,মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্যরা।পাশাপাশি বিভিন্ন মন্ডলেও পালন করা হয়। দিনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী। দিনভর আলোচনা হয়েছে তার জীবনাদর্শ নিয়ে। পাশাপাশি পালন করা হয়েছে বিভিন্ন সেবামূলক কর্মসূচি।

 

Exit mobile version