Site icon janatar kalam

ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় জমায়েত ১১ই মার্চ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রদেশ কংগ্রেস কার্যালয়ে অসংগঠিত শ্রমিক কংগ্রেসের রাজ্যভিত্তিক সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় সিদ্ধান্ত হয় যে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় প্রদেশ কংগ্রেসের কেন্দ্রীয় জমায়েত অনুষ্ঠিত হবে আগামী ১১ই মার্চ। এই কর্মসূচীর স্লোগান থাকবে ‘জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান’।

প্রদেশ কংগ্রেস কার্যালয়ে অনুষ্ঠিত রাজ্যভিত্তিক সভায় একোঠা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। তিনি বলেন সংবিধান রক্ষা করা, এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবার লক্ষে কংগ্রেস দল মাঠে নামছে। তাছাড়া এই কর্মসূচী অংশগ্রহন করা জন্য গুজরাটের বিধায়ক জিগনেশ মেওয়ানী জিগ্নেশ ভিওয়ানি, সাংসদ সপ্তগিরি সংকর উলাকা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version