Site icon janatar kalam

ত্রিপুরা থেকে রাজ্যসভায় বিজেপি প্রার্থী হলেন রাজীব ভট্টাচার্য্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে সব জল্পনার অবসান। বিপ্লব কুমার দেবের ছেড়ে যাওয়া আসনে প্রার্থী রাজীব। ত্রিপুরার একমাত্র শূন্য আসনের জন্য প্রার্থী করা হয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

এদিন বিজেপির রাষ্ট্রীয় মহাসচিব অরুন সিং স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যসভার শূন্য আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করে। সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করার পর রাজ্যের রাজ্যসভার একমাত্র আসনটি শূন্য হয়ে যায়। এদিন ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যের রাজ্যসভার শূন্য আসনের প্রার্থী ঘোষণা করলো ভারতীয় জনতা পার্টি।

 

 

Exit mobile version