Site icon janatar kalam

ত্রিপুরা চিটফান্ড কেলেঙ্কারির অভিযুক্তকে মহারাষ্ট্রের থানে জেলা থেকে গ্রেপ্তার করলো সিবিআই

জনতার কলম ত্রিপুরা আগরতল প্রতিনিধি :- কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৩রা ফেব্রুয়ারি ত্রিপুরা চিটফান্ড কেলেঙ্কারি মামলায় জড়িত আাসামের হাইলাকান্দি জেলার পঞ্চগ্রাম এলাকার বিকাশ দাসকে মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি থেকে জালে তুলেছে সিবিআই। এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

জানা গিয়েছে চিটফান্ড কেলেঙ্কারি মামলা সম্পর্কিত রাজ্য সরকারের পক্ষ থেকে সিবিআই-এর কাছে পাঠানো ০২টি এফআইআরে অভিযুক্তকে ওয়ান্টেড করা হয়েছিল।

সিবিআই তাকে গ্রেপ্তারের জন্য ২০,০০০ টাকার নগদ পুরস্কারও ঘোষণা করেছিল এবং প্রযুক্তিগত গোয়েন্দা তথ্য/ইনপুটগুলির মাধ্যমে অভিযুক্ত বিকাশ দাসকে ২০২৫ সালের ২রা ফেব্রুয়ারী থানে, মহারাষ্ট্রের ভিওয়ান্ডির কালহারে অবস্থিত তার বর্তমান বাসভবন থেকে খুঁজে বের করে গ্রেপ্তার করে সিবিআই বলে।

Exit mobile version