Site icon janatar kalam

ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস পালন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। সোমবার এই উপলক্ষে আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয়ে এক অনুষ্ঠান হয়।। প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে এদিন আয়োজিত হলসভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল দে, সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী ভানু লাল সাহা সহ অন্যান্য নেতৃত্ব।

ভানু লাল সাহা তার বক্তব্যে সাংগঠনিক দিক ও বাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এদিকে শ্যামল দে জানান, ১৯৮০ সালের ১৯ ও ২০ মে উদয়পুরে দুই দিনের সম্মেলনের মধ্যে দিয়ে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের আত্মপ্রকাশ ঘটেছিলো। কৃষি জমিতে কাজ করেন এমন শ্রমিকদের স্বার্থ সংক্রান্ত বিষয় সুরক্ষা, তাদের বিভিন্ন সমস্যা ও দাবি দাওয়া নিয়ে কথা বলার লক্ষ্যে এই সংগঠন গঠিত হয়েছিল।

উল্লেখ্য, ২০১৮ সালে বামফ্রন্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এই সংগঠনের সদস্য সংখ্যা কমে যায়। এখন নেতৃত্বরা ফের সদস্য সংখ্যা বাড়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছেন।

Exit mobile version