জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রভারি হিসেবে নিযুক্ত হয়েই ত্রিপুরায় এসে দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ দেখে উতফুল্লিত বিজেপি নেতা রাজদীপ রায়। শিলচরের বাসিন্দা রাজদীপ রায় প্রাক্তন সাংসদ। সম্প্রতি বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব তাকে ত্রিপুরার প্রভারি eহিসেবে নিযুক্ত করেন। ত্রিপুরা প্রদেশ বিজেপির নতুন প্রভারি হওয়ার পরে সোমবার প্রথম আসেন।
এদিন ট্রেনে তিনি আগরতলা রেল স্টেশনে আসেন। সেখানে উনাকে স্বাগত জানান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, সম্পাদক তাপস মজুমদার, প্রদেশ মুখপাত্র নব্যেন্দু ভট্টাচার্য,যুব মোর্চার প্রদেশ সভাপতি সুশান্ত দেব সহ অন্যান্য কার্যকর্তারা। বিজেপির কর্মী-সমর্থকরাও ব্যাপক সংখ্যায় ছিলেন নতুন প্রভারিকে স্বাগত জানাতে।
এদিন ত্রিপুরায় এসে নবনিযুক্ত প্রভারি রাজদীপ রায় সাংবাদিকদের প্রশ্নোত্তর ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচন নিয়ে বলেন, প্রায় ৭১ শতাংশ আসন বিনা লড়াইয়ে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। তিনি আশাব্যক্ত করেন ত্রিপুরাকে দেশের অন্যতম সুন্দর রাজ্য করতে সক্ষম হবেন সকলে মিলে। গ্রাম ত্রিপুরা বাসীর উন্নয়ন আগামী দিনে হবে। প্রভারি বলেন, ত্রিপুরা একটি অতি সুন্দর রাজ্য।দীর্ঘকাল ধরে এখানে মা ত্রিপুরেশ্বরির আশীর্বাদ বর্ষিত।