ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নামে স্বর্ণপদক চালু করলো উত্তরপ্রদেশের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তরপ্রদেশের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন পুরস্কার চালু করা হলো। দন্ত বিজ্ঞান অনুষদের ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে অবদান রাখার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উত্তরপ্রদেশ লখনউ ওরাল ও ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের পক্ষ থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার নামে স্বর্ণপদক প্রদানের ঘোষণা করেছে।
ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত স্নাতকোত্তর শিক্ষার্থীকে এই স্বর্ণপদক প্রদান করা হবে। এই স্বর্ণপদক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে উদ্বোধন করা হবে। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছে উত্তরপ্রদেশের কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এছাড়া এই বিষয়ে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত স্নাতকোত্তর শিক্ষার্থীকে এই স্বর্ণপদক প্রদান করা হবে বলেও জানা গিয়েছে।