Site icon janatar kalam

ত্রিপুরার গোমতী জেলা ও ধলাই জেলার গঙ্গানগর ব্লককে প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠত্ব পুরস্কারে ভূষিত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোমতী জেলাশাসক তড়িৎ চাকমা জেলার সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন কাজের জন্য প্রধানমন্ত্রী শ্রেষ্ঠত্ব পুরস্কার পেয়েছেন। সেইসঙ্গে ধলাই জেলার গঙ্গানগর ব্লককে অ্যাস্পিরেশনাল ব্লক প্রোগ্রাম বিভাগে সম্মানিত করা হয়। মুখ্যমন্ত্রী আজ তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলাশাসককে সাধুবাদ জানিয়েছেন।

সেইসঙ্গে গঙ্গানগর ব্লককে পুরস্কৃত করায় স্বাগত জানান মুখ্যমন্ত্রী। গঙ্গানগরবাসীর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন ধলাই জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর সাজু ওয়াহিদ। গঙ্গানগর ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, এএসজি গ্রুপ, ১০০ শতাংশ সম্পূরক পুষ্টি, গর্ভবতী মায়েদের বিতরণ করা সহ সমস্ত সাফল্য এদিন ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে তুলে ধরা হয়

সাধারণ নাগরিকদের কল্যাণে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের জেলা ও সংস্থানগুলির দ্বারা অসাধারণ এবং উদ্ভাবনী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য জন প্রশাসন শ্রেষ্ঠত্ব প্রধানমন্ত্রী পুরস্কারটি চালু করেছে। সেই স্কীমের অধীনেই প্রধানমন্ত্রী ২০২৪-এর সম্মানিত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন।

নয়াদিল্লির বিজ্ঞানভবনে হয় এই অনুষ্ঠানটি। কেন্দ্রীয় প্রকল্প এবং কর্মসূচী বাস্তবায়নের জন্য যারা সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছে তাদেরকে উৎসাহিত করার জন্য এই শ্রেষ্ঠত্ব পুরস্কারের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। যেখানে ত্রিপুরা দুটি সম্মান পেয়েছে।

Exit mobile version