Site icon janatar kalam

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবায় নতুন মাইলফলক: ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের নিয়োগপত্র প্রদান

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে রাজ্য সরকারের অবিরাম প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আজ আগরতলার প্রজ্ঞাভবনে ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়োগপত্র প্রদানের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা জানান, এই নিয়োগের ফলে রাজ্যের জেলা ও মহকুমা হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি অনেকটাই মিটবে। তিনি জানান, অদূর ভবিষ্যতে আরও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের।

মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “রাজ্যের মানুষের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে আমরা স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে কাজ করে যাচ্ছি। ২০১৮ সাল থেকে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি পরিকাঠামোর আধুনিকীকরণ করা হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’র স্বপ্নকে সামনে রেখে ত্রিপুরাও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নিজের পায়ে দাঁড়াচ্ছে। উন্নত চিকিৎসা পরিষেবার ফলে বাইরের রাজ্যে রোগী রেফারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। নবনিযুক্ত চিকিৎসকদের উদ্দেশে তিনি আহ্বান জানান, তারা রাজ্যবাসীর সেবায় নিজেদের নিবেদিত করবেন।

অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে জানান, চিকিৎসকের ঘাটতি মেটাতে আরও ২১৫ জন চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “জেলা ও মহকুমা হাসপাতালগুলোর আধুনিকীকরণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। রাজ্যবাসীকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অতিরিক্ত সচিব রাজীব দত্ত, এবং ধন্যবাদ জ্ঞাপন করেন দপ্তরের অধিকর্তা ডা. তপন মজুমদার। উপস্থিত ছিলেন এনএইচএম মিশন ডিরেক্টর সাজুবাহিদ এ, মেডিক্যাল এডুকেশন দপ্তরের অধিকর্তা প্রফেসর ডা. এইচ পি শর্মা, এবং পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. অঞ্জন দাস।

এই উদ্যোগ ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা রাজ্যবাসীর জন্য উন্নত চিকিৎসার সুযোগ আরও নিশ্চিত করবে।

Exit mobile version