জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী দিনের জন্য গণবণ্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রেশন ডিলারদের ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিলেন ত্রিপুরার খাদ্য ও জন সংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার সুকান্ত একাডেমিতে অনুষ্ঠিত ত্রিপুরা ন্যায্য মূল্যের দোকান পরিচালক সমিতির (AMC) ৮ম বার্ষিক সম্মেলনে মন্ত্রী এই আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রদীপ চন্দ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যকর্তারা। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল রেশন ডিলারদের পক্ষ থেকে ৫/৬ জনের প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে তাদের দাবি ও সমস্যা নিয়ে সরাসরি আলাপচারিতার সুযোগ পাওয়া। মন্ত্রী সুশান্ত চৌধুরী তাদের কাজের প্রশংসা জানিয়ে বলেন, গণবণ্টন ব্যবস্থা বর্তমানে আরও বেশি শক্তিশালী হয়েছে। তিনি আরও বলেন, ডিলারদের কারণে যেন সরকারের বদনাম না হয়, সে দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
মন্ত্রী এদিন বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর উন্নয়নমূলক কাজের প্রতি রাজ্যবাসীর পূর্ণ সমর্থন রয়েছে। তিনি আশাবাদ প্রকাশ করেন যে ভবিষ্যতেও রাজ্যবাসী মোদীর পক্ষে ভোট দেবে। পাশাপাশি উল্লেখ করেন, গরীব পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করে চলেছে কেন্দ্রীয় সরকার।
সম্মেলনে AMC কমিটির প্রতিনিধিরা তাদের দায়িত্ব পালনে দৃঢ়প্রতিজ্ঞ থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। এ ছাড়াও, সম্মেলন উপলক্ষে বিভিন্ন সামাজিক কর্মসূচি পালন করে অংশগ্রহণকারীরা জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেন।