জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৯ এপ্রিল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ। একই দিনে রামনগর বিধানসভার উপভোট। এই দুই কেন্দ্রে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানো হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে।
বুধবার তিন বীরাঙ্গনা কুমারী- মধুতি- রুপশ্রীর শহীদান দিবস পালন করা হয়।এই উপলক্ষে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আগরতলা শহরে হয় মিছিল।
রাজধানীর কৃষ্ণনগর টিআরটিসির সামনে থেকে বের হয় মিছিল।শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে ছিলেন নারী নেত্রী রমা দাস, ছায়া বল,কৃষ্ণা রক্ষিত, রূপা গাঙ্গুলি সহ অন্যরা। নারী নেত্রী রমা দাস এদিন অভিযোগ করেন, ত্রিপুরায় গণতন্ত্র আক্রান্ত। মানুষের গণতান্ত্রিক অধিকার বলতে কিছু নেই। ত্রিপুরায় মানুষ সংবিধান প্রদত্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না বলেও অভিযোগ রমা দাসের।
স্লোগান উঠেছে স্বৈরাচারি শক্তিকে পরাস্ত করতে বিজেপিকে একটিও ভোট নয়। এদিনের মিছিল থেকে আহ্বান জানানো হয় পশ্চিম ত্রিপুরা ও রামনগর উপ- ভোটে ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার।