জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হরিয়ানার পরে ত্রিপুরায় বেকারত্বের হার সবচেয়ে বেশি দেশে। আর যেখানে যতটুকু কাজ হয়েছে সেখানেই দুর্নীতি। এই দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বিজেপি নেতারা। রবিবার রাজধানীর নাগেরজলায় যুব জমায়েতে এই অভিযোগ করলেন ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সম্পাদক ময়ূখ বিশ্বাস। কাজের দাবিতে নেশার বিরুদ্ধে পক্ষকাল ব্যাপী সারা রাজ্যে কর্মসূচী হাতে নিয়েছে বাম যুব সংগঠন। বিভিন্ন বিভাগে হচ্ছে বিক্ষোভ মিছিল সভা।
রবিবার বাম ছাত্র যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও ভারতের ছাত্র ফেডারেশনের ডুকলি বিভাগের তরফে হয় যুব মিছিল সভা। ড্রপগেইট এলাকা থেকে এই মিছিল বের হয়।আগরতলা সাব্রুম জাতীয় সড়ক ধরে মিছিল আসে নাগেরজলায়। সেখানে হয় সভা। উপস্থিত ছিলেন ময়ূখ বিশ্বাস, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক নবারুণ দেব, অরিন্দম বিশ্বাস সহ অন্যান্যরা। তারা এদিন মিছিল সভা থেকে শিক্ষা স্বাস্থ্য সহ সমস্ত দপ্তরের শূন্যপদ পূরণ, সরকারি দপ্তরে বেসরকারি নিয়োগ বন্ধ করা, নেশাকারবারিদের বিরুদ্ধে ও নেশা সাম্রাজ্যের অবসান করতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানায় তারা।

