Site icon janatar kalam

ত্রিপুরায় পান ও সুপারী চাষীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন, কিন্তু রাজ্য সরকারি কোন পদক্ষেপ নেয়নি : পবিত্র 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শুধু রেমাল নয়, এর আগে থেকেই রাজ্যের কৃষি ব্যবস্থা ভেঙে পড়েছিল। এই মুহূর্তে পান ও সুপারি উৎপাদকরা সব চেয়ে বেকায়দায়। সারা ত্রিপুরা রাজ্যে এই চাষের সাথে যুক্ত প্রায় লক্ষাধিক চাষি এর সঙ্গে যুক্ত মানুষ অর্থনৈতিক দিক থেকে সর্বশান্ত হতে চলেছে।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর। পান চাষিদের সমস্যা নিয়ে রাজ্য কৃষকসভার অন্তর্গত পান চাষি সমিতির পক্ষ থেকে উদ্যান কৃষি দফতরের অধিকর্তার কাছে ডেপুটেশন দেওয়া হয়।তের দফা দাবি সনদ পেশ করা হয়েছে।

পরে এক সাংবাদিক সম্মেলনে এই পান সুপারি চাষিদের ভয়াবহতার কথা জানান সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর। তিনি বলেন এই মুহূর্তে রাজ্যে প্রায় ২৫ হাজার পান সুপারি চাষি রয়েছেন। এদের সাথে যুক্ত রয়েছেন সহায়তাকারী ছন বাঁশের কাজের শ্রমজীবী মানুষ।

সব মিলিয়ে লক্ষাধিক মানুষের জীবন জীবিকা সরকারের উদাসীনতায় অনিশ্চয়তায় পড়েছে।সাংবাদিক সম্মেলনে উপস্থিত পান সুপারি চাষী সমিতি রাজ্য কমিটির সম্পাদক বাবুল দেবনাথ সহ অন্যরা।

তাদের দাবির মধ্যে রয়েছে পান চাষিদের সহজ শর্তে ঋন দিতে হবে।২)সরকারী উদ্যোগে পান চাষে সহায়তা করা, সুপারি রাজ্যে ও বহিরাজ্যে বিক্রি করতে সরকারের সহায়তার।

 

 

Exit mobile version