জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিরানীয়ায় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিতব্য একটি সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করতে শুক্রবার রাজ্যে এসেছেন খ্যাতনামা সঙ্গীতশিল্পী কুমার শানু। রাজধানী আগরতলার একটি বেসরকারি হোটেলে রাজ্যের ঐতিহ্যবাহী রিশা এবং পুষ্পস্তবক দিয়ে কুমার শানুকে স্বাগত জানান রাজ্যের পর্যটন, পরিবহণ এবং খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।