Site icon janatar kalam

ত্রিপুরায় উন্নয়নই মূল লক্ষ্য, রাজনীতির বাইরে সমাধান খুঁজছেন প্রদ্যোৎ-মানিক জুটি

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-ত্রিপুরার রাজনৈতিক পরিসরে নতুন এক সেতুবন্ধনের আভাস দেখা গেল শুক্রবার। মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ও তিপ্রা মথা পার্টির প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর মানিক্য দেববর্মার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি রাজ্যজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। দুই নেতার ভাষায়, এটি ছিল “ইতিবাচক”, “গঠনমূলক” ও “আগামীর দিশা নির্ধারণকারী” সংলাপ।

বৈঠক শেষে প্রদ্যোৎ দেববর্মা সাংবাদিকদের জানান, আলোচনা রাজ্যের সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণকে কেন্দ্র করে হয়েছে। তাঁর বক্তব্য, “রাজ্যের সার্বিক অগ্রগতির লক্ষ্যে আমরা দু’জনই নিজেদের মতামত ভাগ করে নিয়েছি। পরিবেশ ছিল বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক। ভবিষ্যতেও এমন আলাপচারিতা চলতে থাকবে বলে আশা রাখছি।”

তিনি স্পষ্ট করে জানান, বৈঠকে কোনো নির্বাচনী কৌশল বা জোট-প্রসঙ্গ উঠেনি। “এই আলোচনা রাজনৈতিক নয়, উন্নয়নমূলক ছিল। তিপ্রাসা অ্যাকর্ড প্রক্রিয়া নিয়ে কথাবার্তা এগোচ্ছে। আমাদের উদ্দেশ্য অতীতে না ফিরে, আগামী দিনের সমাধান খোঁজা,” মন্তব্য প্রদ্যোৎ দেববর্মার।

বৈঠকের আগে তিনি বলেছিলেন, তাঁর ও মুখ্যমন্ত্রীর আলোচনার উদ্দেশ্য রাজ্যের শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানকে আরও দৃঢ় করা। “আমরা চাই—জাতি ও উপজাতিদের মধ্যে ঐক্য বজায় রেখে রাজ্যের উন্নয়নে একসঙ্গে কাজ করতে,” বলেন তিপ্রা মথা প্রধান।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রদ্যোৎ দেববর্মা ও মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ ভবিষ্যতে ত্রিপুরার রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। বিশেষত, তিপ্রাসা অ্যাকর্ড নিয়ে আলোচনা যখন নতুন গতি পাচ্ছে, তখন এই সৌহার্দ্যপূর্ণ বৈঠক রাজ্যের রাজনীতিতে ‘নতুন অধ্যায়’-এর সূচনা হিসেবে দেখা হচ্ছে।

Exit mobile version