জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অনেক কষ্টে ত্রিপুরায় শান্তির পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। এই পরিবেশ বিনষ্ট হতে দেওয়া যাবে না। একটা অংশ আবারও চাইছে ত্রিপুরায় উগ্রপন্থার জন্ম দিতে। কিন্তু এ ধরনের চিন্তাভাবনাকে কঠোর হাতে দমন করা হবে। বক্তা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার জিরানিয়ায় পরিবহন দপ্তরের উদ্যোগে রাজ্যের ছয়টি স্থানে ভার্চুয়াল মুডে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির সূচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী তথা ১০ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত চৌধুরী। রাজ্যের ৬ জায়গায় ভার্চুয়াল মোডে উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচির সূচনার মূল অনুষ্ঠান হয় জিরানিয়াতে। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়নের অবস্থান সম্পর্কে আলোচনা করার পাশাপাশি রাজ্যে উগ্রপন্থা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা জানান।
তিনি জানান রাজ্যের একটা অংশ আবারও ত্রিপুরায় উগ্রপন্থার সৃষ্টি করতে চাইছে। এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেক কষ্টে রাজ্যে শান্তির পরিবেশ কায়েম করা হয়েছে। এই পরিবেশ বিনষ্ট করতে দেওয়া যাবে না। এক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণ করার হুঁশিয়ারি দেন তিনি।