জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় আর কোনদিন কংগ্রেস-সিপিএম আসবে না। ১৫-২০ বছর পরে কোন পার্টি যদি আসেও কোন কারণে ক্ষমতায় নতুন নামে নতুন ঢঙ্গে আসতে পারে। তবে কংগ্রেস-সিপিএম–র ক্ষমতায় আসার সম্ভাবনা ত্রিপুরা রাজ্যে নেই। রামনগর বিধানসভা কেন্দ্রের উপভোটের প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে মোটর বাইক রেলিতে অংশ নিয়ে এই মন্তব্য করলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ।
শনিবার সকালে রাজধানীর প্রগতি স্কুল মাঠ থেকে বের হয় সু সজ্জিত বাইক রেলি দীপক মজুমদারের সমর্থনে। রেলির সামনে হুড খোলা কয়েকটি গাড়িতে ছিলেন নেতৃত্ব। তাদের মধ্যে ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, সুশান্ত চৌধুরী, প্রার্থী দীপক মজুমদার, প্রদেশ বিজেপির সহসভাপতি পাপিয়া দত্ত, পুর নিগমের ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ অন্যরা।
এদিন বাইক রেলি রামনগর বিধানসভা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। রেলিতে অংশ নিয়ে মন্ত্রী রতন লাল নাথ দাবি করেন,বিজেপি আমলে কোন রাজনৈতিক খুন হয়নি। বিজেপি ব্যতিক্রমী পার্টি। রাষ্ট্রবাদে বিশ্বাসী বিজেপি। এমন দল ভারতবর্ষে আর নেই।দীপক মজুমদার উপ-নির্বাচনে ও পশ্চিম ত্রিপুরা আসনে বিপ্লব কুমার দেব বিপুল ভোটে জয়ী হবে। সময়ের অপেক্ষা মাত্র।
এদিন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, মোদী জির আপকি বার ৪০০ পার স্লোগান মানুষ গ্রহণ করেছেন। এনডিএ জোটকে ৪০০ এর বেশি আসন দিয়ে তৃতীয়বার ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে। যার মধ্যে বিজেপি একাই পাবে ৩৭০ আসন। তিনি দাবি করেন দুটি লোকসভা ও বিধানসভার উপ-নির্বাচনে ঐতিহাসিক মার্জিনে প্রার্থীরা জয়ী হবেন। সুশান্ত বাবু বলেন, মানুষ ভোট দেবে উন্নয়নের নিরিখে, কংগ্রেস- সিপিএম এর অশুভ জোটের বিরুদ্ধে। তিনি দাবি করেন কংগ্রেস- সিপিএম এর জোট মানুষ মেনে নেবেন না।