Site icon janatar kalam

ত্রিপুরায় আইনের শাসন নেই, জঙ্গলের শাসন চলছে রাজ্যে : মানিক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় আইনের শাসন নেই। জঙ্গলের শাসন চলছে রাজ্যে। দ্বিতীয় বার বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে মহিলারা আক্রান্ত হয়ে কোনো কোনো থানায় মামলা দায়ের করতে গেলে পুলিস আধিকারিকরা বলছেন মামলা করে কি হবে। বরং ফের আক্রমনের সম্মুখীন হবেন। পয়সা খরচ হবে। আদালতে দৌড়ঝাঁপ করতে হবে। বরং মণ্ডলে গিয়ে কথা বলেন।

শুক্রবার সিপিএম রাজ্য দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বলেন, বিভিন্ন জায়গায় মৃতদেহ পাওয়া যাচ্ছে। অথচ তদন্তের আগেই বলে দিচ্ছে আত্মহত্যা কিংবা দুর্ঘটনা। তদন্তের আগে এ ধরণের মন্তব্য করা হলে তো আর কিছুই থাকল না। অপরাধী খুঁজে বের করার আগ্রহ থাকবে না।

মানিক বাবু এদিন অভিযোগ করেন মারধরের যেসব ঘটনা ঘটছে রাজ্যে বর্তমানে অধিকাংশই বিজেপি লোকজনের মধ্যে হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নোত্তরে মানিক সরকার আরও বলেন, তিপ্রা মথা বিজেপি মন্ত্রীসভায় ঢোকায় বিস্মিত নন। তিনি বলেন, টি ইউ জে এস- আই পি এফ টির মতো তিপ্রা মথাও একই বিষয়। সবকিছু মিলিয়ে মানুষের বুঝতে কোন অসুবিধা হচ্ছে না।

 

 

Exit mobile version