Site icon janatar kalam

ত্রিপুরাকে আইটি হাব হিসেবে গড়ে তোলাই রাজ্য সরকারের লক্ষ্য: মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের পাশাপাশি ত্রিপুরায় তথ্য প্রযুক্তি ক্ষেত্রকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। আগামী কয়েক বছরের মধ্যে ত্রিপুরাকে উত্তর-পূর্বাঞ্চলের একটি তথ্য প্রযুক্তি হাবে পরিণত করাই সরকারের লক্ষ্য। এই লক্ষ্যকে সামনে রেখেই উত্তর-পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ডাটা সেন্টার স্থাপনের প্রয়াস নেওয়া হয়েছে।

বুধবার আগরতলার চানমারিতে ভারতী এয়ারটেল সংস্থার উদ্যোগে এয়ারটেল ডাটা সেন্টার নির্মাণের ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা আজ ‘বেস্ট পারফরমার রাজ্য’ থেকে ‘বেস্ট মডেল রাজ্য’-এ পরিণত হওয়ার পথে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই ডাটা সেন্টারটি গড়ে উঠলে রাজ্যের বেকার যুবক-যুবতীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষভাবে উপকৃত হবে। তিনি বলেন, এটি রাজ্য সরকারের একটি সময়োপযোগী ও ভবিষ্যতমুখী সিদ্ধান্ত।

মুখ্যমন্ত্রী আরও জানান, ডাটা সেন্টারটি স্থাপনের জন্য রাজ্য সরকার এয়ারটেল সংস্থাকে ১ একর জমি প্রদান করেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের আইটি সেক্টর আরও শক্তিশালী হবে এবং শিল্পক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ বাড়বে। তিনি বলেন, প্রবাসী ত্রিপুরাবাসীদের একটি বড় অংশ আইটি সেক্টরের সঙ্গে যুক্ত। ফলে এই উদ্যোগ তাদেরও রাজ্যে বিনিয়োগে উৎসাহিত করবে।

তিনি উল্লেখ করেন, ত্রিপুরায় তথ্য প্রযুক্তি শিল্প স্থাপনের অনুকূল পরিবেশ থাকায় এয়ারটেলের পাশাপাশি মেসার্স পি.ভি.এম. ইনভেনসিস প্রাইভেট লিমিটেড, মেসার্স পোলো টাওয়ার্স গ্রুপ এবং মেসার্স সি.টি.আর.এল.এস-এর মতো একাধিক বিনিয়োগকারী সংস্থাও রাজ্যে ডাটা সেন্টার স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে অত্যাধুনিক ডাটা সেন্টার বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। দেশের সাইবার নিরাপত্তা জোরদার করতেও এই ধরনের ডাটা সেন্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মুখ্যমন্ত্রী মত প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, ২০৩০ সালের মধ্যে দেশের ডাটা স্টোরেজ ক্ষমতা ৮ গিগাওয়াটে উন্নীত করার ক্ষেত্রে ত্রিপুরার এই ডাটা সেন্টার উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তথ্য প্রযুক্তি ও অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায় বলেন, রাজ্য সরকার প্রতিটি ক্ষেত্রে উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণ করে চলেছে। আইটি সেক্টরের উন্নয়নের লক্ষ্যে অত্যাধুনিক ডাটা সেন্টার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই ডাটা সেন্টার আধুনিক ও উন্নত ত্রিপুরা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে আইটি সেক্টরে প্রায় ২০০ জন বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব কিরণ গিত্যে। স্বাগত বক্তব্য রাখেন ভারতী এয়ারটেলের সিইও বালাজি আর। উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি দপ্তরের অধিকর্তা সুপ্রকাশ জমাতিয়া। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাটা সেন্টার স্থাপন এবং এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।

Exit mobile version