জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগে ত্রিপুরাকে জানত না দেশের বিভিন্ন জায়গার লোকজন। এখন ত্রিপুরাকে সকলে জানে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃতিত্ব। ত্রিপুয়াকে হাই লাইট করার জন্য মোদীজির যে চেষ্টা সেজন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তেলেঙ্গানার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আগে মাতাবাড়িতে পূজা দিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে একথা বললেন নবনিযুক্ত রাজ্যপাল যীষ্ণু দেববর্মণ।
মঙ্গলবার তিনি তেলেঙ্গানার উদ্দেশ্যে রওয়ানা হন। জানা গেছে বুধবার রাজ্যপাল হিসেবে যীষ্ণু দেববর্মণ শপথ নেবেন। তাই এদিন সকালে মাতাবাড়িতে যান সস্ত্রিক যীষ্ণু দেববর্মণ। সেখানে উনাদের স্বাগত জানান মন্ত্রী প্রনজিত সিংহ রায়, বিধায়ক অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার সহ অন্যরা। স্বাধীনতার পর ত্রিপুরা থেকে এই প্রথমবারের মতো রাজ্যপাল কেউ হলেন।এদিন ত্রিপুরেশ্বরী মন্দিরে উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা গেছে এবং সকলে উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন যীষ্ণু দেববর্মনকে।