Site icon janatar kalam

তেলিয়ামুড়া ক্লাবগুলোকে শারদ সম্মানে ভূষিত

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতি বছরের ন্যায় এই বছরও শারদ সম্মান অনুষ্ঠান হয় তেলিয়ামুড়াতে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ প্রশাসনিক আধিকারিকরা। এ বছরের শারদ সম্মানের তালিকা ঘোষণা করা হয়েছে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে । তেলিয়ামুড়া শহরের দশটি এবং গ্রামীন এলাকায় দশটি পুজো কমিটিকে শারদ সম্মান দেওয়া হয়েছে। বিজয়া দশমিতে কার্নিভালে অংশগ্রহণ করে নয়টি পুজো কমিটি।এরমধ্যে ৫ টি ক্লাব সেরা। বিশেষ পুরস্কার পেয়েছে চারটি ক্লাব । কার্নিভালে প্রথম স্থান অধিকার করে প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব, দ্বিতীয় স্থান যুগ্মভাবে অধিকার করে বুলেট ক্লাব এবং নেতাজি নগর স্মৃতি সংঘ, তৃতীয় স্থান পল্লীমঙ্গল এবং রাজদূত ক্লাব। বাকি ক্লাবগুলিকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। শহর অঞ্চলের দশটি এবং গ্রামীণ এলাকার দশটি ক্লাবের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের পুরপিতা রূপক সরকার, মহকুমা শাসক অভিজিৎ ভট্টাচার্য, মহকুমা পুলিশ আধিকারিক প্রশূন কান্তি ত্রিপুরা প্রমুখ ।

 

 

 

Exit mobile version