জনতার কলম আগরতলা প্রতিনিধি:- খোয়াই জেলা, তেলিয়ামুড়া: মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার হাওয়াই বাড়িতে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের নবনির্মিত সহকারী পরিচালকের অফিস ভবন এবং শুকর প্রজনন খামারের উদ্বোধন করেন প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর এবং দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস বলেন, “প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে শুধু পশুপালন নয়, মানুষের জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নের পথ আরও সুদৃঢ় করা হচ্ছে। বর্তমান রাজ্য সরকার সাধারণ মানুষের আর্থিক উন্নয়নের জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।”
এদিন রাজ্য বিধানসভার মুখ্য সচেতককল্যাণী রায় বক্তব্যে জানান, “তেলিয়ামুড়া ও হাওয়াই বাড়ি অঞ্চলের মানুষ এই প্রকল্প থেকে সরাসরি উপকৃত হবেন। এটি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বিভিন্ন যোজনায় প্রাণী পালকদের অন্তর্ভুক্ত করে দপ্তর তাদের সার্বিক কল্যাণে কাজ করছে, যা মানুষের আয় বৃদ্ধি করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস পাঁচ জন সুবিধাভোগীর হাতে মোরগ ছানা তুলে দেন। স্থানীয়রা আশাবাদ প্রকাশ করেছেন যে, এই অফিস ও খামারের কার্যক্রম চালু হওয়ায় এলাকার কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।